নোনা ফ্রেম নোনা স্বাদ
নোনা রুখু অবসাদ
ডাস্টবিনে ফেলে দেওয়া
ধূর্ত নকল ছাদ
সবকিছু জড়ানো
প্যাঁচ লাগা আঙুলে
শুকনো জলের দাগে
মাঠ প্রেম জঙ্গল;
গত জন্মের কিছু
জরায়ুর ক্ষত দাগ
কালসিটে সময়ের
ঘোর লাগা নেশাড়ু
সবকিছু বেঁধে ফেলে
বাকিসব ছেঁকে ফেলে
সূর্যস্নাত হয়
অযোনি উদ্ভূত
শস্তার প্রতিবাদ।
নোনা ফ্রেম নোনা স্বাদ নোনা রুখু অবসাদ। … ধারাবাহিকের জন্য শুভেচ্ছা সৌমিত্র।