না হয় আকাশে আজ পূর্ণিমা থাকবে
আরও শুধু একটু বেশিক্ষণ !
কখন আসবে তুমি চাঁদনী পসর রাতে,
হাতে নিয়ে আমার জীবন মরণ।
সন্ধ্যাতারায় জ্যোছনা মাখা ছিলো,
কিন্তু ওই মুখটা ত’ আর নেই।
পূর্নিমা চাঁদের সাথে বন্ধুত্ব ছিলো
মনের কথা থাকল মনেতেই।
কাল যখন না বলে বিদায় নিলে
দিলে না একটুও যে সাড়া।
চোখ আমার গাঢ় হয়ে নেমেছিল
ভোরের গভীর ঘন কুয়াশারা।
অনেক কথাই জমিয়ে রাখা আছে
তোমাকে যা বলতে আমি চাই।
সামনে এলে শুধু অবাক চেয়ে থাকি
বলা হয়না আর যে কোন কিছুই।
তবে কী সব আমার মনের ভুল ?
তুমি নামক কেউই ছিল না ?
পারিজাতের পাপড়ি খসে পড়ে
গোলাপের গায়ে বিন্দু অশ্রুকণা।
নাইবা থাকলো কবিতার শিরোনাম … থাক ক্রমমান
কবিতার বোধন পাঠক হৃদয় থেকে এড়ানো সম্ভব নয়। চমৎকার লিখা প্রিয় কবিবন্ধু।
না না নাম আছে, টাইমলাইনে দেওয়া হয় নি, নাম …. তুমি নামক কেউ |
“কখন আসবে তুমি চাঁদনী পসর রাতে,
হাতে নিয়ে আমার জীবন মরণ।”
শুভেচ্ছা জানবেন কবি দিদি। শুভ রাত্রি।
ধইন্যবাদ ভাই, অনেক বছর আগের লেখা |