কি নিয়ম? ফুল ফুটে এক বার
ভালোবাসা হয় বার বার-
ঈশ্বর আল্লাহ ভগমান
সে তো নেই তো কিছু আরাধান!
তবুও দৃশ্য অদূশ্য ভাসমান-
কাছে আসে- দূরে ফেলে
ভেঙ্গে যায় -গড়ে উঠে উঠান-
এটাই তো পেলো পাঁপড়ির জগতময়
ঘোরানো শুধু অঙ্গঘ্রাণ।
________
২৩/০৪/১৭
কি নিয়ম? ফুল ফুটে এক বার
ভালোবাসা হয় বার বার-
ঈশ্বর আল্লাহ ভগমান
সে তো নেই তো কিছু আরাধান!
তবুও দৃশ্য অদূশ্য ভাসমান-
কাছে আসে- দূরে ফেলে
ভেঙ্গে যায় -গড়ে উঠে উঠান-
এটাই তো পেলো পাঁপড়ির জগতময়
ঘোরানো শুধু অঙ্গঘ্রাণ।
________
২৩/০৪/১৭
মন্তব্য প্রধান বন্ধ আছে।
একসময় আপনার লিখা নিয়মিত ভাবে পড়া হতো। ইদানিং কমে গেছে।
লিখা যেমন হোক পাঠকের সঙ্গে শেয়ার করুন। তাতে লিখক পাঠকে সম্পর্ক বাড়ে।
অনেক শুভেচ্ছা প্রিয় কবি মি. সরকার আপনার জন্য।
অনবদ্য কবিতা!
শুভেচ্ছা সেইসাথে অনেক শুভ কামনা দাদা।