একটা ঝাপসা রাতের ভেতর জুড়ে বসে আছে
আরেকটা কুয়াশামোড়া রাত।
মর্মরের ঘুঙুর বাজার অপেক্ষায় খোলা ছিল একটা জানালা।
তখন।
যখন আমরা শিখে নিয়েছিলাম
অন্ধকারের স্যাঁতসেঁতে আলোয়ানের ভেতর থেকে
কিভাবে সবুজ পায়রা ওড়াতে হয়,
প্রবল হিমের ভেতর
বেড়ালের ওম মাখা পশমী আমেজ।
ঘোর মহুয়া আর মাদলের মাতাল তালে বেজে যাচ্ছে কেউ।
আমিতো সব মিউটেই দিয়ে রেখেছিলাম!
ঘোর মহুয়া আর মাদলের মাতাল তালে বেজে যাচ্ছে কেউ।
সুন্দর লিখা আপা। 
আমিতো সব মিউটেই দিয়ে রেখেছিলাম! তাইতো !!