১.
এটাই সন্দেহহীন আল কুরআন
আল কুরআন, মহান আল্লাহর দান।
আল্লাহ মহান, আল্লাহ মহান,
আল কুরআন, মহান আল্লাহর দান।
শিশু সাহিত্য / সুবচন
১.
এনে দেবো ঝুনঝুনি,
কতটা এনেছি দেখছনি!
আমার কথা শুনছনি,
এনে দেবো ঝুনঝুনি।
২.
এসো মায়ের পাশে,
বসো ভা্ই গা ঘেঁসে।
কথা বলো হেসে হেসে,
বসো মায়ের কোল ঘেঁসে।
৩.
মা, এই নাও পুরস্কার,
মা, বাহবা! খোকা তোমার।
পড়াশোনা তুমিই করেছ ,
ভালো ফলও তুমিই করেছ।
৪.
এই নাও সুগার ফ্রী চিনি,
বাবার জন্য আনছো নি?
এনেছো কী দারুচিনি-কালোজিরা?
কালোজিরা খাওয়ায় থাকতে
হবে সবারই তাড়া।
৫.
এ কথা ভুল নয়,
শ্রম দিলে জয় হয়।
৬.
মা-
খোকা একটু খানি থেমে যাও,
মায়ের কথা শুনে যাও।
খাবার দিচ্ছি ব্যাগে নাও,
খাবার সময় হলে খেও, যাও।
চলবে………
সুন্দর প্রচেষ্টা।
সবগুলো ছড়া আমার পছন্দ হয়েছে। শিশুদের ছড়া নিয়ে আপনি বই করতে পারেন।
আল- কুরআনের বানী বেশি ভাল হয়েছে।
ভাইয়া, ইতোমধ্যে একটি শিশু বয়ের (প্রথম শ্রেণীর জন্য) এডিট চলছে। ঐ ছড়াগুলো বিচার করার জন্য আপনাদের কাছেও তুলে ধরব। আশা করি প্রকৃত একজন ক্রিটিক হিসেবে সমালোচনামূলক কথা বার্তা দিয়ে সাহায্য করবেন।

এটাই সন্দেহহীন আল কুরআন
আল কুরআন, মহান আল্লাহর দান।
আল্লাহ মহান, আল্লাহ মহান,
আল কুরআন, মহান আল্লাহর দান। ___ এটাই পৃথিবীর শ্রেষ্ঠ বাণী। আমিন।
আমিন, আমিন