সুবচন (ম্যাসেজ দেওয়াই মূল লক্ষ্য)
আমি কথাটি শুনেছি বার বার, বলেওছি বারবার। উন্নতি দেখেছি প্রিয় বাবার! বাবার সময় ছিল না এক দন্ড বসবার। তিনি বলতেন, উপরে উঠার জন্য সিঁড়ি আছে স্বচ্ছতর এবং পরিষ্কার। লাভ নেই করে দাফাদাফি, লাভ নেই বৃথা করে লাফালাফি। উন্নতি পরখ করি ওঁদের, শ্রম দিয়েছেন যাঁরা তাঁদের। শ্রমশীল না হলে উন্নতি হবে কী করে?
‘উপরে উঠার জন্য সিঁড়ি আছে স্বচ্ছতর এবং পরিষ্কার।’
সালাম জানবেন আঙ্কেল। উন্নতি হোক সবার।
আঙ্কেল আপনাকেও সালাম জানাই। বাড়ি গিয়েছিলাম।
সুবচন অংশ মনে এবং মেনে নিলাম প্রিয় বন্ধু। সালাম জেনো।
বন্ধু সালাম তোমাকে।
দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা গ্রহন করুন।
হাই হ্যালো।
আমার কীবোর্ডটা একটু চেপে দিবেন! বড্ড অলসতায় পেয়েছেে।
আপনার ভালো হোক
প্রিয় এবং শ্রদ্ধেয় স্যার, আপনার শুভেচ্ছা নিলাম। তবে নীচের আপনার লিখার অর্থ বুঝে দিবেন।
’আমার কীবোর্ডটা একটু চেপে দিবেন! বড্ড অলসতায় পেয়েছেে।’
স্যার আপনার শাফীউদ্দীন ভাই