কথারা ফুল হয়ে ফোটে
কথারা সুবাস ছড়ায়,
কথারা কলি থেকে ঝরে পড়ে কভূ
কথারা ধুলায় লুটায় ।
কথারা টক, ঝাল, মিষ্টি, তেতো
কথারা পাকা কিবা কাচা,
কথারা কথা নয় কখনও কখনও
কথারা ঠিক করে মরা কিবা বাঁচা ।
১০ ডিসেম্বর, ২০১৬
কথারা ফুল হয়ে ফোটে
কথারা সুবাস ছড়ায়,
কথারা কলি থেকে ঝরে পড়ে কভূ
কথারা ধুলায় লুটায় ।
কথারা টক, ঝাল, মিষ্টি, তেতো
কথারা পাকা কিবা কাচা,
কথারা কথা নয় কখনও কখনও
কথারা ঠিক করে মরা কিবা বাঁচা ।
১০ ডিসেম্বর, ২০১৬
মন্তব্য প্রধান বন্ধ আছে।
“কথারা কথা নয় কখনও কখনও
কথারা ঠিক করে মরা কিবা বাঁচা ।”
সত্য বলেছেন কবি! শুভেচ্ছা রইলো।
অনেক ধন্যবাদ কবি ! শুভেচ্ছা আপনাকেও !
কবিতার জন্য ধন্যবাদ প্রিয় কবি মি. আনিসুর রহমান। ভালো লিখা।
ধন্যবাদ মুরুব্বী ভাই ! শুভ কামনা জানবেন !
কথা নিয়ে কথকতা ভাল লেগেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ আনু আনোয়ার ভাই ! শুভেচ্ছা আপনাকেও !
কথা নিয়ে সুন্দর প্রকাশ।

অনেক ধন্যবাদ শাফি উদ্দীন ভাই !