কথা

কথারা ফুল হয়ে ফোটে
কথারা সুবাস ছড়ায়,
কথারা কলি থেকে ঝরে পড়ে কভূ
কথারা ধুলায় লুটায় ।

কথারা টক, ঝাল, মিষ্টি, তেতো
কথারা পাকা কিবা কাচা,
কথারা কথা নয় কখনও কখনও
কথারা ঠিক করে মরা কিবা বাঁচা ।

১০ ডিসেম্বর, ২০১৬

আনিসুর রহমান সম্পর্কে

এই যে আমি, এই আমার কি সত্যিই কোন অস্তিত্ব আছে ? বোধ করি অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার এ প্রশ্ন প্রমান নির্ভর নয় । কেননা অতিশয় নগন্য এ অস্তিত্ব উপেক্ষণীয় এই সুবিশাল কর্মযজ্ঞে । কিন্তু সেই মহা শক্তিতে একাত্ব এই সকল কিছুই সর্বদা বিরাজমান । বর্তমান অবস্হান ক্ষনিকের রুপান্তরিত অবস্থা মাত্র । অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয় । তবুও অস্তিত্বই চিরন্তন। অন্যথায় অস্তিত্ব হীনতা থেকে অস্তিত্বের সৃষ্টি সম্ভব কি ? অসীম অসংজ্ঞায়িত ∞

8 thoughts on “কথা

  1. “কথারা কথা নয় কখনও কখনও
    কথারা ঠিক করে মরা কিবা বাঁচা ।”

    সত্য বলেছেন কবি! শুভেচ্ছা রইলো।

  2. কবিতার জন্য ধন্যবাদ প্রিয় কবি মি. আনিসুর রহমান। ভালো লিখা।

    1. ধন্যবাদ মুরুব্বী ভাই ! শুভ কামনা জানবেন !

  3. কথা নিয়ে কথকতা ভাল লেগেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

    1. অনেক ধন্যবাদ আনু আনোয়ার ভাই ! শুভেচ্ছা আপনাকেও !

মন্তব্য প্রধান বন্ধ আছে।