মানুষ, মানুষ হবার তরে

মানুষ, মানুষ হবার তরে

চলার পথে, অনেক পথিকের ভিড়ে!
আজ অনেকই অকাজের মহাঘেরে পড়ে!
দৌড়ে হাঁপাচ্ছেন কেবলিই সম্পদের তরে!

তাই, স্পষ্টই আমার অন্তরে জাগে,
ঘৃণ্য মোহে, মানুষ এতটা অন্ধ হয়নি আগে!
ফলে, কীভাবে পা ফেলছে নিজেই জানে না!

সম্পদের এহেন ঘৃণ্য তীব্র পিপাসারে,
উচিৎ সকলেই পা মাড়াক এ ঘৃণ্যতারে!
কারণ একটাই, মানুষ, মানুষ হবার তরে।

6 thoughts on “মানুষ, মানুষ হবার তরে

  1. মানুষের পরিচয় নিহিত থাকে সর্বৈব একজন সত্য মানুষে। এর বাইরে জাগতিক সুখ সমৃদ্ধি মোহ মায়া সত্য মানুষকেও অসৎ করে তুলতে পারে।

    মানুষের সুপ্ত কামনা বাসনা অসম অসৎ পদচারণা থেকে ত্রাণ লাভের চেষ্টা সফল হোক।

  2. চলার পথে, অনেক পথিকের ভিড়ে!
    আজ অনেকই অকাজের মহাঘেরে পড়ে!
    দৌড়ে হাঁপাচ্ছেন কেবলিই সম্পদের তরে!

    ** চিরন্তন অভিভাষণ …

মন্তব্য প্রধান বন্ধ আছে।