খুঁজি, খুঁজছি নিরন্তর
লোকালয় থেকে বহু দূরের কোন এক তেপান্তর
পাইনা কোথাও;
দখিনা সমীরণের তালে তালে অহর্নিশ
মেঘমালার গতি দেখে
সুর্যোদয় কিংবা অস্ত দেখে
ঝড়ের গতি মেপে মেপে
দক্ষিন মেরু থেকে উত্তর মেরুতে
কখনোবা পূর্ব থেকে পশ্চিমে
খুঁজে চলি অহরহ,
পাইনা কোথাও!
আলোক পিয়াসী নীল পতঙ্গের মতো খুঁজি
হয়ে যাই যন্ত্রমানব
খুঁজে চলে আবেগী মন
ধ্যানে বসি বিশ্বামিত্রা হয়ে
যুক্তি দেই বিশ্ব বিখ্যাত তার্কিকের মত করে
বুদ্ধি ফেরি করি দেশে দেশে বুদ্ধিজীবী বেশে
সন্ন্যাসির বেশে খুঁজি
খুঁজি যোদ্ধার তরবারি নিয়ে
খুঁজি সওদাগরের ঝুলি নিয়ে
কখনো প্রেমিক মন নিয়ে দেই হাতছানি
খুঁজি, শুধু খুঁজে চলি নিরন্তর।
পাইনা খুঁজে কোথাও!
আসলে কী খুঁজি! আছে কী সদুত্তর!
শিরোনামটি সুন্দর হয়েছে।
আপনার লিখায় শব্দ ব্যবহারের যে সরলতা এবং পরিচ্ছন্নতা … আমার ভালো লাগে।
* কৃতজ্ঞতা, সুপ্রিয়…
ভাইয়া, আপনার লিখায় ভাষার নৈপুণ্যতা তীক্ষ্ণতা নিযে প্রষ্ফুটিত। দোয়া র’লো।
* শ্রদ্ধা অশেষ…
অসম্ভব ভালো লাগলো আপনার ভাবনা, উপমা ও শব্দ চয়ন ! শুভ কামনা আপনার জন্য কবি !
* অনেক অনেক ধন্যবাদ কবি।