বাসন্তী

বাসন্তী
যাযাবর জীবন

মন বাসন্তী,

আজ নিদ্রালু তপ্ত রাত
চল ঘুরে আসি
মন বনে
চুপিচুপি সংগোপনে
হাতে হাতে
চোখে চোখে
মনে মনে
দুজনে;

প্রচণ্ড গরম পরেছে আজ
তবুও তোর চিরায়ত রঙিন সাজ,
রাত্রি প্রায় দ্বিপ্রহর
বড্ড কষ্ট হচ্ছে আমার জেগে থাকতে
তবু ঘাম ঘাম শরীরে ঘুম ঘুম চোখে
দেখছি তোকে রঙিন সাজে
ঘন অন্ধকারে;

অন্ধকারে তাকিয়ে দেখেছিস কখনো?
আজ না হয় বুকের ওপর চিত শুয়ে আকাশ দেখ
রাতের আকাশ
ঘন কালো
একদম আমার ভেতরের রঙ
ছড়িয়ে গিয়েছে পুরোটা আকাশ জুড়ে
রাতের দ্বিপ্রহরে
তুই আমার বুকের পরে;

আজ না হয় দেখলিই আমার কালো
শুধুমাত্র রাতটুকুই তো
তারপর সকালের সূর্য চোখ চুমতেই স্বপ্ন মিলিয়ে যাবে
পুরনো উচ্ছলতায় তুই তোর ঘরে
আমি না হয় আরেকটু গুটিয়ে,
মনের ঘরে;

স্বপ্নগুলো বড্ড কাঁদায়,
না রে?

2 thoughts on “বাসন্তী

  1. বাসন্তী দিয়ে সাত সকালে কবিতার অঙ্গনে পা দেয়া। :)
    শুভ সকাল প্রিয় নির্বাসিত জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।