মৃত্যুর সময় আমাকে যারা দেখতে এসেছিল

মৃত্যুর সময় যারা আমাকে দেখতে এসেছিল তারা সবাই
আমার রক্ত সম্পর্কীত আত্মীয় না হলেও
হাত উঁচু করার আগেই কালো গোলাপ রেখে দিলেন পাশে
শূন্য চোখে অবাক চেয়ে থাকা যেন এই প্রথম দেখছেন আমায়
অথচ জন্মের সময় থেকেই আমিও একজন পরিপূর্ণ মানুষ ছিলাম
এই প্রথম একসঙ্গে অনেক মানুষের শুকনো মুখ দেখলাম
হাসিহীন বিবর্ণ ফ্যাকাশে।

ছুটির শেষ ঘন্টাবাজার পর আদিম কান্না, কোলাহল
কতগুলো চোখ যেন এপিটাফ লিখছে আমার শবের ওপর
অতঃপর খোলা ময়দান জুড়ে পীতবর্ণ মানুষগুলোর দীর্ঘ নীরবতা
তারপর একা! বড় একাকী বাস।

তারপর সমস্ত বাড়ি জুড়ে শোক-সঙ্গীত
মৃত্যু একটা সমান্তরাল চাওয়ার মতো
উড়ে গেলেই যার সবকিছু শেষ।

6 thoughts on “মৃত্যুর সময় আমাকে যারা দেখতে এসেছিল

  1. কবিতা ভাল লেগেছে। বিশেষ করে শব্দগুলো নিয়েছেন চমৎকার। শব্দের বুনন ভাল হলে কবিতাও ভাল লাগে।

    শুভেচ্ছা রইল কবি।

  2. জীবনের এই একটি পরিসমাপ্তি। কবি তাঁর লিখায় পূর্বেই অনুধাবন করে নিয়েছেন।

  3. এই প্রথম একসঙ্গে অনেক মানুষের শুকনো মুখ দেখলাম
    হাসিহীন বিবর্ণ ফ্যাকাশে।

    চরম-পরম বাস্তবতা নিয়ে বর্ণিত আঙ্কেল। আসসালামু আলায়কুম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।