যাপিত নগর কোলে

যাপিত নগর কোলে

বোশেখের রৌদ্র তাপে
পুড়ে গেল সব ওম; বসন্ত ভালোবাসায়
যতটুকু ছিল রসাল তরতাজা!
তাও চুঁয়ে চুঁয়ে নিঃশেষ
মাটির শরীরে যেন ধুলোর আকরে কঙ্কাল।

চৌচির মাটি ফেটে
কড়া রোদে পোড়া; তৃঞ্চায় কাকের ঠোঁট
হা করে রয়, যত্রতত্র জলের ফোটার খোঁজ
ডাবের কাটা খোলে কাকের ঘাড় গুলে যায়
ডাবের শাঁস খুঁটে খুঁটে জল সেচা গলায়।

তেমনি পুড়ছে,
নগর মোদের আলিশান দালান কোঠা
ঝকঝকে রং এর প্রলেপে তামাটে রং বুনেছে
রৌদ্র মেঘের ছায়ায়!
ঝকঝকে ফুটপাতে কৃঞ্চচুড়ার বাহারি ছায়ার দর্পণ
সোনালু ফুলের হলুদ বাহার যেন;
বির্নিমানে পথিকের নির্মোহ পথ চলা।

যদি ভুলে যেতে চাও, যাপিত নগর কোলে
ফেলে আসা দগ্ধপুরান, খতিয়ান মুছে ফেলে
পোড়া বাঁকি যতটুকু এখন! থাক স্বপ্নে জিইয়ে
নগর যে বাঁচতে শেখায়, পোড়া যন্ত্রণা সয়ে।

১৪২৪/৭, বৈশাখ/গ্রীষ্মকাল।

5 thoughts on “যাপিত নগর কোলে

  1. ‘ঝকঝকে ফুটপাতে কৃঞ্চচূড়ার বাহারি ছায়ার দর্পণ
    সোনালু ফুলের হলুদ বাহার যেন;
    বির্নিমাণে পথিকের নির্মোহ পথ চলা।’

    ___ বেশ হয়েছে লিখা প্রিয় বন্ধু। কখন আসো কখন যাও টের পাইনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ভালোবাসা যেন বন্ধু!!!!!!!ভালোবাসা যেন বন্ধু
      আমার অফিস টা ছিল হাজারিবাগের টেনারির পাশে,,,তো আমাদের প্রিয় সরকার,,,,চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতেছে,,,,,,বিদুৎ নাই, পানি নাই,,,,এবং অতিসত্তর অফিস সরানো যাইতেছে না!!! তাই অফিস কয়েক ঘন্টা করে চলতেছে, জেনারেটর দিয়ে। তাই তো ফাঁকে আসি আর যাই বন্ধু,,,,,,,যদিও আমাদের অফিস,,,,,চামড়ার কেমিক্যাল সংক্রান্ত।

  2. যদি ভুলে যেতে চাও, যাপিত নগর কোলে
    ফেলে আসা দগ্ধপুরান, খতিয়ান মুছে ফেলে
    পোড়া বাঁকি যতটুকু এখন! থাক স্বপ্নে জিইয়ে
    নগর যে বাঁচতে শেখায়, পোড়া যন্ত্রণা সয়ে।

    * অনন্য….

মন্তব্য প্রধান বন্ধ আছে।