জীবন ভর জ্ঞান চর্চা,
না করলে হবে না চাচা।
চাচা, জীবন চরিত,
হোক সবার পবিত্র।
গুণ হবে সত্যবাদিতা,
আরো থাকবে ন্যায়পরায়নতা।
চরিত্রের উন্নতি সাধন,
করতে করি দৃঢ় পণ।
জীবন ভর জ্ঞান চর্চা,
না করলে হবে না চাচা।
চাচা, জীবন চরিত,
হোক সবার পবিত্র।
গুণ হবে সত্যবাদিতা,
আরো থাকবে ন্যায়পরায়নতা।
চরিত্রের উন্নতি সাধন,
করতে করি দৃঢ় পণ।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আসসালামু আলাইকুম আঙ্কেল।
“চাচা, জীবন চরিত,
হোক সবার পবিত্র।”
আঙ্কেল, ওয়াআলায়কুম সালাম।
দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।
হাই হ্যালো।
অ চাচা আয় যাইগা ( আমার কথা নয়, আধুনিক কালের গানের কথা)
আপনার কল্যান হোক।
সালাম র’লো আপনাকে

সকলের সাথে সকলের সম্পর্কে যেন থাকে ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দ্য।
বন্ধু,
তোমাকে সালাম