যদি বলি ভালবেসেছি –
হৈ হৈ পড়ে যাবে নিকোবরের আদিম খণ্ডে।
যদি বলি, এ প্রেম শুদ্ধস্বর,
একশো সশস্ত্র ব্যাটেলিয়ন এগোবে
বেয়নেট উঁচিয়ে,
মাথার ওপরে ফাইটার প্লেন।
যদি বলি যেকোনো অসতর্কতায়
এ মন শরীর এই আঙুল,
চ্যাপ্টা হৃদয়পিন্ড সবই দিয়ে ফেলে
দেউলিয়া আমি –
স্বরাষ্ট্র দফতর তড়িঘড়ি ডাকবেই
সাংবাদিক সম্মেলন,
নড়েচড়ে উঠবেই স্থবির আরাবল্লী,
হিমালয় ফের জুরাসিক মহাসাগর।
আর আমি, হাঃ… তুড়িতেই
উড়িয়ে খুঁজতে বেরোব তাথৈ
সমুদ্রে নিরুদ্দেশ ভেঙে পড়া জেট।
টাফ্ ইন্টারেস্টিং প্রিয় সৌমিত্র।

শুভেচ্ছা জানবেন কবি দা। দুর্দান্ত!!