ইচ্ছেঘুড়ি

আজকাল ইচ্ছেরা আর আকাশে ওড়ে না
ঘরের এক কোনায় চুপ করে বসে থাকে।

অথচ একদিন ছিল এই ইচ্ছেরা ওই দূরে
ওজোনস্তর ভেদ করে সোজা সূর্যের সামনে চলে যেত,
হাসত, গাইতো, খেলত আবার ফিরে আসত নিজের ঘরে।

একদিন ইচ্ছেরা আকাশে উড়ছে …
এক ভয়ংকর টর্নেডো এসে দাঁড়ালো তাদের সামনে,
ছিন্ন ভিন্ন করে দিল তাদের, রক্তাক্ত হল তারা।

এক এক করে মাটিতে আছড়ে পড়তে লাগলো
অনেকেই, কবরে শান্তিতে ঘুমিয়ে পড়ল।

আর যারা ডানা ভেঙে পরে রইল
আজও নতুন ডানা গজায় নি, আর ওড়া হল না তাদের।

ওই নীল আকাশটাকে আজ বড় ভয়,
তারা একেবারে চুপ করে থাকে ঘরের কোনে।
কোন শিকল বা বেড়ি ছাড়াই
তারা পোশ মেনে গেছে এমনিই।

তাদের আজ আর কোন চাওয়া নেই, খিদে নেই, তেষ্টাও নেই,
তারা আজ জীবন্ত লাশ, অপেক্ষা শুধু কবরস্থ হওয়ার……

8 thoughts on “ইচ্ছেঘুড়ি

  1. বড় দুঃখের কবিতা। আশা রাখি ইচ্ছেরা আবারও জীবন্ত হয়ে উঠবে।

  2. ‘ইচ্ছেঘুড়ি
    অথচ একদিন ছিল এই ইচ্ছেরা ওই দূরে
    ওজোনস্তর ভেদ করে সোজা সূর্যের সামনে চলে যেত,
    হাসত, গাইতো, খেলত আবার ফিরে আসত নিজের ঘরে।’

    জীবনের বাস্তবতার মিশেল দেয়া বিষণ্ন এক কবিতা। প্রত্যাশায় ভালো থাকুন কবি।

  3. ওই নীল আকাশটাকে আজ বড় ভয়,
    তারা একেবারে চুপ করে থাকে ঘরের কোনে।
    কোন শিকল বা বেড়ি ছাড়াই
    তারা পোশ মেনে গেছে এমনিই।

    *ইচ্ছেরা প্রানবন্ত হয়ে উঠুক আবারো দ্বিগুণ শক্তি নিয়ে যেন কোন টর্নেডো আর তাদের ক্ষত বিক্ষত করতে না পারে !
    খুব ভালো লাগলো আপনার আহত কবিতা !

  4. মন্তব্ব্যে ভুলের জন্য দুখিত্ত । সংশধিত মন্তব্য নিচে দেয়া হল । ডিলিট করার অপশন খুজে পাচ্ছি না । কেউ কি সাহায্য করবেন ?

    1. মন্তব্য ঘরে আপনার নাম আর তারিখ সময় লাইনে লাল x (ক্রস) …
      ওটাই হলো ভুল মন্তব্য মুছে দেবার বাটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।