সুরু মোগ ডালে হেটে যাচ্ছে টিয়া
মায়াবি চোখ দুটো টেরা হয়ে গেছে !
লালসে ঠোঁটটি কালছে হয়ে যাচ্ছে-
ঝিলিক মারা তড়তজা পালকগুলো
মরিচার মতো করছে দোল দোল;
হয় তো ঠোঁটে ঠোঁট রাখার টিয়া নেই
শুধু দূর আকাশে ভাসসে মনের কায়া
টেরা চোখে ভাঙ্গছে খেয়া তবুও দেখা।
1 thought on “টেরা চোখ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভ সকাল প্রিয় কবি মি. সরকার।
আপনার লিখাগুলোন আমার কাছে ইন্টারেস্টিং লাগে।