রঙ নাম্বার-৫

ট্রেনের সিটে বসা ছিলাম
জানলা দিয়ে চেয়ে
পাশের সিটে বসল এসে
সুন্দরী এক মেয়ে
সুবাসিত সুগন্ধি তার
লাগল এসে নাকে
আশার আলো দেখা দিলো
মরা নদীর বাঁকে
সমাজবিধি খুলে গেলে
সহজ হই দুইজনা
জানা গেল প্রেমের পাঠে
খুব সে মুক্তমনা

প্রেমের মাঠে হেঁটেছে সে
জানা গেল আরও
রঙ নাম্বার দু একবার
ঘটছে নাকি তারও
সরল মনে কথার পিঠে
বলছি দুজন কথা
ট্রেন যেন নয় বসা আছি
প্রেম কাননে যথা

ভালোর সাথে আলোর কথা
আশার কথা বলি
ভাবছি মনে প্রেমে প্রেমে
হচ্ছে গলাগলি
কথায় কথায় বাড়তে থাকে
কথার ডালপালা
আমার মনের প্রেম ডিঙা
ছুটছে নদীনালা
এবার বুঝি হয়েই গেল
তার সাথে প্রেম মোর
এতো দিনের খরার পরে
খুলেই গেল দোর

এতো দিনের পরে বোধহয়
জুটি মোরা হলাম
দীর্ঘ কালের সাধ সাধনায়
পেলাম প্রেমের দাম
কথায় কথায় পথ ফুরাল
পথের শেষে বাড়ি
বললাম আমি চাইলে তারে
পৌঁছে দিতে পারি
বলল আমায় লাগবে না ভাই
আসবে নিতে স্বামী
অমাবস্যার রাতের পাড়ে
দাঁড়িয়ে থাকি আমি…

1 thought on “রঙ নাম্বার-৫

  1. এতো দিনের পরে বোধহয় জুটি মোরা হলাম,
    দীর্ঘ কালের সাধ সাধনায় পেলাম প্রেমের দাম।

    ___ দারুণ মিষ্টি লিখা প্রিয় মকসুদ ভাই। সালাম এবং শুভেচ্ছা রাখি। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।