আকাশের দোর খুলে চাঁদ হেসে বলে,
Hi মর্ত্য বাসীরা, আছো কি হালে।
উঁকি দিয়ে প্রতিদিন দেখি তোমাদের,
নদী নালা সয়লাব ঢেউ জোয়ারের।
মেঘেরা মাঝে মাঝে চোখে আটেঁ ঠুশি,
Then I got a dc।
রবি দার সাথে আছে বড় লেন দেন।,
CPUর মতো তিনি নির্দেশনা দেন।
হামা দিয়ে এগোই পথ পাড়ি দেই,
Key board হাতড়াই surf করে যাই।
মাঝ রাতে সাধ হয় যদি পাই chance।
Log in হয়ে যায় যদি by chance।
ঝম ঝম বুষ্টি,বজ্রের হুঙ্কার,
অকেজো অসার Net Server।
সুবহে সাদেক্বের সময়, উতলা হয়ে যাই।
I ve to go good bye।
বর্ষার কালো মুখ ঢাকা ভারি নেকাবে।
আজ কথা না হলেও সহসাই হবে।
অচিরেই কাটবে মেঘ,don’t mind my dear।
Bye ,and take care।
নাড়ীর বাঁধনে যুক্ত গাঁথাসুতো বিনে।
চাও যদি খুজেঁ পাবে Recycle Bin এ।
2 thoughts on “অফ লাইন ম্যাসেজ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।