মে দিবসের পরে

অনেকটা রাস্তা পেরিয়ে আসার পরে নীচের ধোঁয়া ভরা খাদ ভয় দেখায়
রেকলেস যাপনছবিতে ভাঙাচোরা খুঁতগুলো পরে থাকে তোবড়ানো দৈনিক ডাস্টবিনে
রাত্রি ঘন হয়ে এলে একে একে হেডলাইট নিভে আসে চলন্ত যান স্থিত হয়
পাহাড়ী উপত্যকার নিবিড় গ্রামের কুমারী চলচ্ছবি চোখের পাতা বন্ধ করে
লুকানো গুহাচিত্র থেকে জ্যান্ত হয়ে নেমে আসে শিকারি শ্বাপদ ক্ষিপ্রগামী
শেষ লড়াইয়ের ময়দানে যারা হেরে পিছু হঠেছিল কিম্বা রেখে এসেছিল সটান মাথা
আজ তাদের আত্মা হাহুতাশী হয়ে ক্রমাগত বুক চাপড়ায় ইয়েতির বেশে
পাহাড়ের মেঘ ফুঁড়ে উঠে যাওয়া মাথা থেকে মাথায় ধাক্কা খেয়ে ফিরে আসে গুমগুম হুতাশ
আট ঘন্টার রক্তমাখা শার্ট ক্রমশঃ ফ্যাকাশে হয়ে গ্রীন সিগন্যাল দেয় বারো ষোলো আঠারো ঘন্টাকে
শিকাগোতে এখন জমজমাট নরককুণ্ডে আহুতি দেয় গ্লোবালাইজেশনের ভয়ঙ্কর পিশাচ
ইতিহাস পেছনে ফিরতেই ঘোড়ার ক্ষুরের শব্দ বুঝিয়ে দেয় বর্গী এসেছে ফের সোনালি ধানের দেশে

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

2 thoughts on “মে দিবসের পরে

  1. খোকা ঘুমালো পাড়া জুড়ালো – বর্গীদের হাত থেকে রেহাই এত সহজ নয়।

  2. ইতিহাস পেছনে ফিরতেই ঘোড়ার ক্ষুরের শব্দ বুঝিয়ে দেয়
    বর্গী এসেছে ফের সোনালি ধানের দেশে। ___ শোষণের আদল বদলেছে মাত্র।

মন্তব্য প্রধান বন্ধ আছে।