জলের পরিচয়

হুতুমপেঁচা নয়গো –শুধু হায়নার সুরে কয় !
ভাবনার ইঙ্গিতে এই থাবার আক্রোশে সয়-
তবুও নম্র ভদ্র মানবতারা করে কেন রৌদ্রশ্বাস?
পরিচয়ের গণ্ডশালা বায়োস্কোপের গালগল্প আশ-
হায়না নয় -বায়না নয় -পুকুর জলে বাঁশ।

পরিচয়টা থাকলে মনে কিসের তাতে ভয়ের কাশ-
জল নয় -মান নয় -ঘরের পিচে করে বসবাস;
এখন না হলে, একদিন হবেই হবে জোছনা খেলায়
ছলে বলে পরিচয়- সেদিন নাহয় মগ ডালে বসে-
হুতুমপেঁচার হু-তু -হু সর আর না কয়।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “জলের পরিচয়

  1. ইন্টারেস্টিং সব লিখায় আপনার কলম বেশ সরব।
    শুভ সকাল প্রিয় কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।