১.
হরেক রঙের ফুলেরও বাহারে,
বলি, মন নেচে, কার না ওঠেরে?
শুকরিয়া জানাই প্রভুর দরবারে,
কী না বানাইলেন প্রভু, মানুষের তরে?
২.
বাগানে নানান মুকুলের বোল!
সমুদ্রে ঢেউয়ের মহা দোল!
শ্রেষ্ঠ ভাই মায়ের সুখের কোল।
এটাও মহান আল্লাহরই অপূর্ব কৌশল!
১.
হরেক রঙের ফুলেরও বাহারে,
বলি, মন নেচে, কার না ওঠেরে?
শুকরিয়া জানাই প্রভুর দরবারে,
কী না বানাইলেন প্রভু, মানুষের তরে?
২.
বাগানে নানান মুকুলের বোল!
সমুদ্রে ঢেউয়ের মহা দোল!
শ্রেষ্ঠ ভাই মায়ের সুখের কোল।
এটাও মহান আল্লাহরই অপূর্ব কৌশল!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চিঠির পত্র ১১ তে আলেয়ার প্রতি চিঠির উত্তর রয়েছে বন্ধু। সময় করে দেখে নিও।
সুন্দর অণুকাব্য। সালাম এবং শুভেচ্ছা রাখি।
বন্ধু, আসসালামু আলায়কুম।
সালাম এর প্রতি উত্তর প্রিয় বন্ধু শাফি উদ্দীন।
সুন্দর অণুকাব্য। সালাম এবং শুভেচ্ছা জানুন আঙ্কেল
ওয়াআলায়কুমসালাম। দোয়া র’লো আঙ্কেল।