কবিতায় আজ আমার বয়স উনিশ।
আমি কবি!
উচ্চ কন্ঠে ঘোষণা করলাম।
এটা আমার প্রথম কবিতা
আমারই প্রথম কবিতা।
আলোচনা সমোলচনা তিরস্কার পরোয়া করেনা আমার কবিতা।
আমার কবিতায় কেবল আমিই প্রকাশিত।
আপনারা কি আমার কবিতার সাথে হাটবেন?
বন্ধুর এই পথে উড়িয়ে দেব নরম বিষন্নতা।
ভুলেও ভাববেননা আমি অহংকারী অথবা বদরাগী
আমি আসলে নরম নদীর মতো
শুধো যখন দেখি আমার নীল আকাশকে ঢেকে দেয় কালো ধোয়ার মেঘ
তখন ক্ষিপ্ত নদীর মতো আমিও অপ্রকৃতিস্থ হয়ে যায়।
আপনারা কি আমার কবিতা তেমন করে ধরবেন
যেমন করে ধরে পিতা তার পুত্রের হাত।
আপনারা কি আমার কবিতা তেমন করে পড়বেন
যেমন করে প্রেমিকা বারংবার পড়ে তার প্রেমিকের চিঠি।
আমার প্রথম কবিতা মানে আমার গর্ভজাত সন্তান।
প্রথম কবিতা’র প্রতি আমাদের সম-সম্মান। আমরা কবিতা ভালোবাসি।
কবিতার স্বল্পভাষ আমাদের অন্তরের গহীন জয় করুক। অমর হোক কবি কাব্যকাল।
ধন্যবাদ!
স্বাগতম প্রিয় কবি।
আমার প্রথম কবিতা মানে আমার গর্ভজাত সন্তান।
ভালো বলেছেন কবি ! আপনাকে স্বাগতম !
ধন্যবাদ আপনাকে।