মহামানব হতে আর বাকি নেই
জীবন এখন কতো তুচ্ছ মানুষের কাছে
মাটির শ্লেটে লিখে রাখা অ,আ, ক, খ এর মতো
কতো ইতিহাস মুচ্ছে যাচ্ছে মানুষের
ঘুমহীন পৃথিবীতে কেবলই ধূসর জীবন।
ঝরে গেলো এমন কতো পাতাঝরা সংবিধান
তবুও আগুন হাতে নেয় মানুষ
না ঘুমানোর রাতে জ্বালিয়ে দেয় সবুজ প্রকৃতি
বৈধব্য জীবন কাটাতে ঠোঁটে তুলে আনে
দুঃখ জাগানিয়া সুর।
কবিতার জন্য ধন্যবাদ প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম।
পাতাঝরা সংবিধান। বেশ ভাল লাগব প্রিয় মোকসেদ ভাই।
শব্দ চয়ন, ভাবনা, প্রকাশে আপনার একটা স্পেসালিটি আছে। আস্তে আস্তে তা সুস্পষ্ট হচ্ছে।
শুভ কামনা রইল আপনার পথ চলায়।
পড়লাম আঙ্কেল। মন্দ তো নয়।