বহুবার বহুতল কার্নিশে বুক পেট পা ঘষে
ভেবেছি এবার লাফাবো শিওর, চার্চের ঘন্টা বাজুক!
কার্নিশে যারা বসেছিল আমারও পরে, তারা সব
একে একে উড়ে গেল
ডুবন্ত জাহাজের মাস্তুল সন্ধানী
সবকটা আলো ঝুপ ঝুপ নিভে গেল শৈত্যপ্রবাহে।
একের পর এক পতঙ্গ দখল করলো ফেলে যাওয়া
সন্ন্যাসিনীর ফুল ফুল নক্সা তোলা রমনীয় সিংহাসন
শুধুমাত্র আমার দোটানায় পা লাফ দিলো যান্ত্রিক অবসাদে
নিঃশ্ছিদ্র নিরাপত্তার গণ্ডী টানা প্রাচীন ছাদে অথবা সঙ্গিন কার্নিশে
আরও একবার ওড়া হলোনা।
2 thoughts on “নিজকিয়া ২৪”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নিজকিয়ায় নিজ ভাবনার কাব্য কল্পনার আর্শি। শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র।
শুভেচ্ছা জানাই কবি।