বাবুই সিটি

তাল গাছেতে ঝুলছে দেখ
বাবুই পাখীর বাসা।
দক্ষ কারিগর ণিপুণ হাতে
গড়েছে কেমন খাসা।
ঠাস বুনটে তৈরী খড়ের
শক্ত মজবুত করে।
ঝুলছে দেখ বার মাস
পড়ে নাক ঝড়ে।
মিলে মিশে থাকে সবা‍ই
পাড়া প্রতি‍বেশী।
আত্মীয় পরিজন নিয়ে তারা
থাকে বেজায় খুশী।
কল কাকলিতে মুখোরিত
তাদের ছোট্ট গাঁ।
খাবার খোজে যায় যে উড়ে
গাঁ থেকে ভিন গাঁ।
সযতনে রেখেছে ছানা
দ্বিতল ত্রিতলে।
ঘুম পাড়ায় দক্ষিনা বাতাস
দোদুল দোদুল দোলে।
হেমন্তের ধানে খুশির জোয়ারে‍
মেতে উঠে প্রানে।
কিচির মিচিরে ভরে উঠে
সুখের সারি গানে।
সবুজের মাঝে বাবুই সিটি
বড়ই মনোহর।
ঊষা লগ্নের হাই রাইজ প্রযুক্তি
মনোমুগ্ধকর।

2 thoughts on “বাবুই সিটি

  1. তাল গাছেতে ঝুলছে দেখ
    বাবুই পাখীর বাসা।
    দক্ষ কারিগর ণিপুণ হাতে
    গড়েছে কেমন খাসা।

    ___ আসলেই অভিনব এই বাবুই পাখি জীবন। সালাম জানবেন আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. সালাম
      সত্যি তাই
      বুদ্ধিমানদের আগেই কারিগরীতে পাকা ছিল বলতেই হয়…….
      শুভ কামনাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।