নামঞ্জুর প্রেম
তোমাকে যতবারই
বলেছি ভালোবাসি
উহার সব ভূল
সব ভূল !
চেয়েও যাহা কিছু
পারিনি বলতে
তাহাই নির্ভূল
নির্ভূল !
মুখেতে বলে বলে
হয়না ভালোবাসা
এটাই সত্য
সত্য !
না বলে বুক ফাটে
তোমার চৌকাঠে
এ নহে কথ্য
কথ্য !
বুঝিয়া লও যদি
বুকেতে এক নদী
উত্তাল স্রোতধারা
স্রোতধারা !
মুখেতে বলে বলে
বলাটি শেষ হলে
হবনা দিশেহারা
দিশেহারা !
তারচেয়ে সেই ভালো
বলাটি নাই হলো
থাকুক মনে মনে
মনে মনে !
বুকের গভীরেতে
ভালো যে বাসি তাহা
বাজুক ক্ষনে ক্ষনে
ক্ষনে ক্ষনে !
এটাই শান্তি
নেইতো ভ্রান্তি
হৃদয় গহীনে
গহীনে !
আমি যে ভালোবাসি
না থাক মুখে হাসি
তবু তো কহিনে
কহিনে !
২৫ এপ্রিল, ২০১৭
“নদীর-এ পার কহে ছাড়িয়া নিঃশ্বাস,
ও পারেতে সর্ব সুখ আমার বিশ্বাস।
নদীর ও পার বসি দীর্ঘশ্বাস ছাড়ে –
কহে, যাহা-কিছু সুখ সকলই ও পারে।”
___________ রবীন্দ্র বাণী মনে পড়ে গেলো মি. আনিসুর রহমান। শুভ সকাল।
কবি গুরুর এই চিরন্তন সত্য বাণী আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে প্রযোজ্য !
শুভ সকাল মুরুব্বী স্যার !!!
শুভদিন মি. আনিসুর রহমান।
আমারে জানাতে তোমারে জানিতে কত কি যে সাধ জানে!
মর্মের বাণী শূনি তব, শুধু মুখের ভাষায় কেন
জানিতে চায় ও বুকের ভাষারে লোভাতুর মন হেন?
জানি–মুখে মুখে হবে না মোদের কোনদিন জানাজানি,
বুকে বুকে শুধু বাজাইবে বীণা বেদনার বীণাপাণি।
[নজরুল ]
আপনার কবিতা আমাকে এই লাইনগুলো মনে করিয়ে দিল।
শুভেচ্ছা নিবেন কবি।
আপনাকেও অনেক শুভেচ্ছা আনু আনোয়ার ভাই । মন্তব্ব্যে রবীন্দ্র ও নজরুল এর কবিতা আমাকে ভীষণ আবেশিত করলো পুনর্বার ।