এখন মাথার ওপরে তিনটে তারা
মাত্রই তিন
বাকি বাজিগরের দল লুকিয়ে
তোমাকেই দেখছে ইসাবেলা।
#
তুমি কখনো মাঝ সমুদ্রের গা ছুঁয়ে
উড়ে আসা হাওয়া মেপেছ?
ভেজা হাওয়া
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেধ!
#
আমি জানি এই সান্ধ্যউচ্ছ্বাসে
তুমি এখন মোমো তে ব্যস্ত
স্টিমড মোমো
তিব্বতী মাখন চায়ের স্মৃতিমেদুর।
#
সমুদ্রের নোনতা শরীর আদর করা হাওয়া
তিন তারার শরীর খসা আহ্লাদী হাওয়া
পিয়ামন হাওয়া
এখন তোমাকেও ভিজিয়ে দিতে পারে ইসাবেলা।
#
গতকালকের যে নিষিদ্ধ আকর্ষণের গল্প
চারিত্রমালা নয় ছয় করা না দেখা দক্ষিণের ছবি
নিষিদ্ধ ব্যানড গল্প
কাল রাতে ঘুমের মধ্যেও হানাদারি করেছে নির্বিবাদে।
#
ইসাবেলা, ব্যাগ গুছিয়ে নাও, সেই ছোট্ট ঝোলা
ভরে নাও টুকিটাকি পাওয়া না পাওয়ার ইচ্ছে
গোলাপী ব্যাগ
আজ রাতে আমাদের তিন তারায় বারবিকিউ।
1 thought on “এসো ইসাবেলা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতায় হরেক বিষয়ের সম্মিলন … এককথায় অনন্য মেধার পরিচায়ক।
চমৎকার এ্ই লিখাটির জন্য অনেক অনেক শুভকামনা প্রিয় সৌমিত্র চক্রবর্তী।