তারপর আলো কেটে গেলে এইসব অন্ধকারের সাথে বসবাস
শুধু পায়ের ছাপ থেকে যায়
ধূসর পৃথিবীতে কেউ কেউ একা থাকে
জলছাপ রেখে যায় নিদারুণ বেলায়
দাঁড়িযে গেলে ঠায় আমার আরব্য রজনীর কথা মনে পড়ে
মৃত পাখিরা সব দলবেঁধে উড়ে আসে
সামান্য অরণ্যের লোভ সামলাতে হিমসিম খেতে হয়
রেড ক্যাপসিকামের মতো স্মৃতির ক্যানভাসে ভাসে
আমার শাশ্বত সংসার; তবু যুদ্ধ আসে
জরা আসে, রোগ-শোক, দুঃখ আসে
অতঃপর অন্ধকার কেটে যায়
আবার আলোর সাথে বসবাস শুরু আমাদের।
জীবন চক্র। অতঃপর অন্ধকার কেটে যায়
আবার আলোর সাথে বসবাস শুরু আমাদের। ___ সত্য উপলব্ধির প্রকাশ।
জীবনে পথ চলার চমৎকার বর্ণনা আঙ্কেল।
