আজ সকাল থেকে মুরাদের মনটা খুব ভালো । ঘুমটা যদিও অনেক সকালে ভেঙ্গে গেছে কিন্ত তবুও তার অপূর্ণাঙ্গ ঘুমের ক্লান্তিটা কেন যেন আজ তাকে আচ্ছন্ন করে রাখতে পারেনি । মন মেজাজ ফুরফুরে । খুশি খুশি একটা ভাব মনের মধ্যে । মাথাটা অন্যান্য দিনের চেয়ে অনেক হাল্কা মনে হচ্ছে । এই অনুভূতিটা তাকে কিছুক্ষণ যাবত ভাবাচ্ছে । কেন এমন লাগছে ? ভাবতে ভাবতে মনের মধ্যে একটা ভয় তার অস্তিত্ব জানান দেয়ার জন্য আড়মোড়া ভেঙ্গে ঘুম থেকে জেগে উঠতে চাইছে বলে তার মনে হল । সে আরও বেশী ভয় পেয়ে গেল । তার হঠাৎ মনে হল এমন একটা সুন্দর সকাল সে অনেক দিন পর আজ পেয়েছে । এই সব কি ভাবছে সে ? যদিও বিছানা ছাড়ার পর পনেরো মিনিট যাবত সে বসে আছে চেয়ারে কিন্তু তার মনে হল এই মাত্র তার ঘুমটা পুরোপুরি ভাঙ্গলো । সে ভালোভাবে চোখ খুলতেই দেখল তার হাতে টুথ ব্রাশ ।
ইদানিং তার মাঝে মাঝেই এমন হয় । মাঝে মাঝে ঘুম থেকে উঠে তার মনে হয় তার বয়স এখন দেড় কি দুই বছর । কিছুক্ষণ খুব অসহায় বোধ করে সে । আগের দিনের কোন কথা মনে করতে পারে না সে। ঘুম থেকে জেগে ছোট বাচ্চারা যেমন কাদে তার ও তেমন কাদতে ইচ্ছে করে । বুকটা ভারী হয়ে আসে । তারপর হঠাৎ সে নিজেকে সাতাশ বছরের এক পুরনাঙ্গ যুবক হিসেবে আবিস্কার করে । কিছুটা লজ্জা এবং অনেকটা ভয় তাকে দ্রুত স্বাভাবিক হতে সাহায্য করে । যদিও তার এই সমস্যা অনেক দিন আগে থেকেই হচ্ছে তবে ইদানিং কেন যেন বেড়ে গেছে কিছুটা । সে কি অসুস্থ হয়ে যাচ্ছে ?
নাহ ! এটা অসুস্থতা হলে এতদিন পড়াশুনা, কাজ কর্ম, চাকরি এগুলো কনটাই সে এত ভালোভাবে করতে পারত না । এই ছোট্ট জীবনে তার প্রাপ্তি খুব কম নয় । তাও আবার নিজের চেষ্টা ও পরিশ্রমে অর্জিত সব । কেউ তাকে দুই পয়সার সাহায্য করে নাই কোনদিন । এমনকি কোন পরামর্শ দিয়েও নয় । অবশ্য সে এসব আশা ও করে না কখনো । এসব ভেবে নিজেকে সান্তনা দেয় মুরাদ । সান্তনাও না । সে আসলে গর্ব বোধ করে । তার মধ্যে নিজের জীবন নিজের মত করে গড়ার মত একটা দুর্দম শক্তি আছে বলে । তার জীবন অন্যের পছন্দ ও খেয়াল খুশি মত চলে না । স্বাধীনচেতা সে । নিজের ইচ্ছে ও পছন্দের মূল্য তার কাছে অনেক বেশি । নিজের মত চলে জীবনকে উপভোগ করে সে । সে ভাবে এটাইতো স্বাধীনতা । এটাই তো সুখ । এটাই তো জীবনের আসল মানে । এটাই আসলে জীবন ।
দাত ব্রাশ ও গোসল করে তাকে দ্রুত অফিস যাবার জন্য তৈরি হতে হয় । নাস্তা করার সময় সে বেসির ভাগ দিন সকালে পায় না । সকাল সাতটা ত্রিশ মিনিটে তার অফিসের গাড়ি ইত্তেফাক মোড়ে অপেক্ষা করে । ড্রাইভার মামুন খুবই নিয়ম তান্ত্রিক মানুষ । সাড়ে সাতটা বাজার পর দুই মিনিটের বেশী সে অপেক্ষা করে না কোনদিন । কোন আদেশ কিম্বা অনুরোধ কিছুই কাজ করে না মামুনের উপর । সে একজন কর্পোরেট অফিসের ড্রাইভার । এটা তার জন্য অনেক বড় একটা গর্বের ব্যাপার । সারাদিনের এই একটা মাত্র সময় নিজের ক্ষমতাটুকুর পুরোপুরি সৎ ব্যবহার করে সে । তার উপর ট্রান্সপোর্ট সুপারভাইজার এর কড়া নির্দেশ । অনিয়ম হলে চাকরি নিয়ে টানাটানি । মুরাদের মনে হয় অফিস টাইম সকাল নয়টা হলেও তার অফিস আসলে সাড়ে সাতটায়ই শুরু হয়ে যায় । একদিন কোন ভাবে গাড়ি মিস করলে তাকে দুইশো পঞ্চাশ টাকা সি এন জি ভাড়া গুনতে হবে । যদিও এটা তার জন্য কোন বড় বিষয় না । এমনটি তার আগে প্রায়ই হতো । কিন্তু সে বিগত দুই বছর যাবত এই ব্যাপারে অনেক সতর্ক । একটা মানুষ তার মাঝে মাঝে লেট করে অফিস যাবার বদ অভ্যাসটা হঠাৎ করেই পালটে দিয়েছে । অথবা মানুষটার জন্য সে নিজেকে পালটে ফেলতে পেরেছে কিছুটা । মুরাদ এখন বুঝে টাকা মানুষের অনেক বেশী দরকার । যার আছে তার থেকে যার নাই তার কাছে টাকার মূল্য অনেক অনেক বেশী । কখনো কখনো জীবনের চেয়েও বেশী ।
গাড়িতে উঠে প্রতিদিনই মুরাদের মামুনকে এ সি ছাড়তে বলতে হয় । না বললে সে কোন দিনই নিজে থেকে ছাড়বে না । গাড়ীর গ্যাস বাঁচিয়ে কিছুটা বাড়তি ইনকাম করে নেয়ার ধান্দা মামুনের । মনে হতেই মুরাদ বিরক্ত হয় । না, তাকে তো আজ বিরক্ত হওয়া চলবে না । আজ তার ভালো দিন । নিজেকে মনে করিয়ে দেয় মুরাদ । বৈশাখ মাসের শুরুতে দিন দুই ঝর বৃষ্টির পর ভীষণ গরম পরেছে আজ । গাড়ীর সিটটা একটু হেলিয়ে নিয়ে মাথাটা কাত করে সে । গরমটা আজ একটু বেশী তাই না ? প্রশ্ন করে মুরাদ । ড্রাইভার মামুন মুরাদ গাড়িতে উঠার পর থেকে একটা কথাও বলে নাই । মুরাদের প্রশ্নের উত্তর সে এবার ও দিল না । ভাবুকের মত শুনলো শুধু । এ সি অন হল । বঙ্গবাজারের আগ পর্যন্ত গাড়িতে সে একা । এই সময়টা অন্যান্য দিন গাড়িতে উঠেই সে প্রথমে তার বাবাকে একটা ফোন দেয় । তার পর ভাই, বোন ভাতিজা, ভাতিজি, ভাগিনা, ভাগিনি, চাচা, ফুফু, মামা, খালা এদের মধ্যে থেকে অথবা অন্য যাকে দরকার তাকে ফোন করে । সারাদিন অফিসের কাজের ব্যস্ততায় কারো খোজ নেয়া হয়ে উঠে না । দিন শেষে মন মেজাজ চরম খিটখিটে হয়ে যায় । এই রকম অবস্থায় কারো সাথে কথা বলার মন মানষিকতা থাকে না ।
আজ মুরাদ ভাবলো সে প্রথম ফোনটা দিবে আলমগীরকে । ছেলেটা রাতে ভালো ভাবে শেরপুর পৌছুলো কি না খোজ নেয়া হয় নাই । কি ভুলো মন তার !
৫ মে, ২০১৭
( চলবে )
গল্পটা আরো বিস্তৃত হবে কি না! ভালো লেগেছে। শুভেচ্ছা রইলো।
সাথে থাকার জন্য ধন্যবাদ মামুনুর রশিদ ভাই । আরও কিছুদুর আগানোর ইচ্ছে আছে । আশা করি আমাকে সাথে রাখবেন ।
মধ্যবিত্ত জীবনের এই চিত্রপট পাঠক মনে দ্রুত দাগ কাটে।
আমাদের অনেকের জীবন এমন। খুব সহজে নিজেকে খুঁজে পাওয়া যায়।
অণুগল্পটি আরও খানিকটা এগিয়ে নিয়ে গেলে খুব বেশী ক্ষতি হতো না।
গল্পটা আরও দুই এক পর্ব আগাবে স্যার । দুঃখিত ধারাবাহিকতার কোন ঈঙ্গিত পূর্বে উল্লেখ করতে ভুলে যাওয়ার জন্য । সময় নিয়ে আমকে পড়ার জন্য ধন্যবাদ স্যার !
সুন্দর প্রচেষ্টা। আসা করি সুন্দর করে এগিয়ে যাবে শেষ পর্যন্ত।
আমি পাঁচ তারকা দিয়েছিলাম কিন্তু মোবাইলে আঙুলের ছাপ ঠিকমত না পড়ায় সেটা চার তারকা হয়ে গেছে।
ধন্যবাদ ভাই । চার তারা পাঁচ তারা কোন ব্যাপার না । আপনি সময় নিয়ে পড়েছেন এতেই আমি ধন্য । ভুল গুলো ধরিয়ে দিলে আরও খুশি হব ।