আলো ফুরোবার আগে. নিজভূমে আজও জেগে রয় যৌথ পরবাস …
মনস্তত্ত্ব নিরবে ঘুমোয়. কখনও কি মনে হয় সব ভুল সবই আশ্বাস !!
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না
কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না।
ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
হারাই-হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে।
কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে।
এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে?
আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ–
তুমি যদি বল এখনি করিব বিষয়বাসনা বিসর্জন।
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
youtu.be/kSUrNG9UjXA
এই গানটা আমি শুনি। বার বার শুনি। তারপর আবার শুনি।
যতবার শুনি আমার মন বিষণ্ণতায় ছেয়ে যায় স্যার। জীবন বড্ডো ছোট।
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না
কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না।
‘আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ–
তুমি যদি বল এখনি করিব বিষয়বাসনা বিসর্জন।’
উপস্থিতির কৃতজ্ঞতা স্যার দাউদুল ইসলাম।
“ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
হারাই-হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে।”
শুভরাত্রি স্যার। শান্তি আসুক বাতাসে…
‘কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে।
এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে?’
___ শুভরাত্রি মি. রশিদ।
কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে।
এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে?
‘আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ–
তুমি যদি বল এখনি করিব বিষয়বাসনা বিসর্জন।’
আবার শুনলাম
দারুণ
শুভ সকাল প্রিয় সব্যসাচী দীপঙ্কর বেরা।
রবীন্দ্রনাথের অমরসৃষ্টি। কালজয়ী গান।
পাঠকের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
স্বাগত শুভেচ্ছা আপনার জন্যও কবি সাইয়িদ রফিকুল হক। ধন্যবাদ।