দুর্ভিক্ষ

এখন আমি কেবল দুর্ভিক্ষ দেখি চারিদিক!
হতাশার বেড়াজাল আমাকে গিরে রেখেছে মাকড়শার জালের মতো!
হাওয়া এলেই উড়ে ভীষণ নড়বড়ে !

তবুও আমি চেয়েছি এসব ভেদ করে জেতে, দূরের আকাশ, দূরের পৃথিবী দেখতে।
জেতে চেয়েছি আরো দূরের সমুদ্র সৈকত,
জেতে জেতে দেখবো এবড়ো থেবড়ো বিস্তৃতঅঞ্চল, পাহাড়ের পর পাহাড় পাড়ি দিবো।
তারপর পথের দেখাদেখি পথ খুঁজতে খুঁজতে হয়তো পেয়ে যাবো সহজ সরল অতি কাছের জীবন,
সেই চেনা কাছের দ্বীপ আর বিশাল জগৎ।

আমি কিছুই দেখিনি, কিছুই পারিনি! কেবল আরো দুর্ভিক্ষ!
তবুও এক দুই পা করে হাঁটি, হাঁটতেই থাকি মুঠোভরতি সম্ভাবনা নিয়ে,
এর ভেতরেই দেখি ধুলোবালির জড়াজড়ি মাখামাখি!
কোথায় যাই, কেমনে চলি ভেবে পাই না কিছুতেই!
এখন আমার একেকটি দীর্ঘশ্বাস যেন একেকটি মৃত্যু!
এখন আমি প্রতিনিয়ত মৃত্যুর সম্মুখে পড়ি!
মৃত্যুর অতি কাছাকাছি দাঁড়িয়ে হামাগুড়ি দেই!

যেন কেউ নেই আমার! কেউ নই আমার!
যানি- একদিন চলে যাবো, আমার সব দুর্ভিক্ষ আর হরেক হতাশা রেখে!
কেবল আমি চির একা, চির একা!!!!
এসব ভাবতে ভাবতে এখন ক্ষতবিক্ষত হয়ে গেছে আমার ভেতর!

5 thoughts on “দুর্ভিক্ষ

  1. ‘প্রতিটি রাতের ভেতর জন্ম নেয় ভোরের শিশির।’

    শুভ কামনা রইলো প্রিয় কবি সাহারাজ। বিশুদ্ধ হোক সবটা প্রয়াস…

    1. ধন্যবাদ ভাই
      শুভ কামনা

  2. লঅম্বা বিরতির আপনার লিখা পড়লাম প্রিয় কবি। দুর্ভিক্ষ কষ্ট বটে; তবে অস্থায়ী।
    বরাবরই আপনি ভালো লিখেন। শব্দনীড় পাঠক আপনার আরও লিখা পড়তে চায়।

    ভালো থাকুন। সর্বোপরি শব্দনীড় এর সাথে থাকুন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অশেষ কৃতজ্ঞতা জানবেন।
      আছেন প্রিয় মুরুব্বী ভাই?

  3. আড়ালে তার সূর্য হাসে। শুভকামনা সতত।

মন্তব্য প্রধান বন্ধ আছে।