তুমি হাসলে
এ পৃথিবী মুখরিত হয়-
হাসে।
তুমি ঠোঁটে ফুল ঝরালে
এ পৃথিবী নাচের মুদ্রায় প্রস্ফুটিত হয়-
নাচে।
তুমি কাঁদলে
এ পৃথিবী দুঃখিত হয়-
কাঁদে।
শিপ্রা, তোমার দেহে
এ পৃথিবী গুঞ্জরিত হয়-
বাজে।
তুমি হাসলে
এ পৃথিবী মুখরিত হয়-
হাসে।
তুমি ঠোঁটে ফুল ঝরালে
এ পৃথিবী নাচের মুদ্রায় প্রস্ফুটিত হয়-
নাচে।
তুমি কাঁদলে
এ পৃথিবী দুঃখিত হয়-
কাঁদে।
শিপ্রা, তোমার দেহে
এ পৃথিবী গুঞ্জরিত হয়-
বাজে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভালোবাসার অণুকাব্য গুলোন বেশ ভালোই এগুচ্ছে।
নিয়মিত পাঠক হিসেবে দাবী রাখবো লিখার অফলাইন পাঠক যতই হোক না …
অন্যের বা সহ-ব্লগারের পোস্টে আপনার যথাযথ উপস্থিতি থাকলে সরব পাঠক বাড়বে।