মন ভালো নেই

কিছুই দেখবনা
এই চিরচেনা দৃশ্যাবলি
ঝুল বারান্দার টবে ফুলের কোলাহল
ক’টি রঙ্গিন প্রজাপতি উড়ে উড়ে মধু খায়;
সুপারি গাছের সারির বুকের কাছে দাঁড়িয়ে থাকা
কৃষ্ণচুড়ার সবুজ মায়া -ছাওয়া ঘনিষ্ঠতা
ইলেক্ট্রিকের তারে ডিগবাজী খাওয়া
ঝুলে থাকা-তিনটে ফিঙ্গে;
ক’টি কাক উড়ে উড়ে
যায়
আসে
ঝুল বারান্দার রেলিঙ্গে
বসে
সামনের বাড়ির ছাদে
দেখবনা

একটি শালিক, আমার খুব বন্ধু
রোজ বসে পাশের বাড়ীর কার্নিশে
কোনদিন না এলে কষ্ট হয়;
তাকেও দেখবনা
রোজ বিকেলের মতো
সারাটা বিকেল নিঃসঙ্গ বারান্দায়
শুধুই নির্জীব
বসে থাকা
কিছুই দেখবনা
শরতের তীব্র নীল আকাশময়
শুভ্র মেঘপরীদের নেচে নেচে যাওয়া
কিশোরের লাল ও সাদা ঘুড়ির
প্রখর শত্রুতা
যেসব বালকের কোলাহলের আয়নায়
নিমেষেই নস্টালজিক
শৈশবের মুখ ভেসে ওঠে

আটপৌরে জীবনের সমস্ত বিষণ্নতা কোলে করে
ঘরে ফেরা কর্মজীবীর দল
এঁচড়ে পাকা কিশোরের
বিড়িটানা বখাটে রৈ রৈ হল্লা
এ শহরের এই পরিচিত ছুটে চলা;
ফিরেও দেখবনা।

মন ভালো নেই ।

1 thought on “মন ভালো নেই

  1. লিখাটি পড়তে গিয়ে আবেগাপ্লুত হলাম আপা। খুবই সুন্দর লিখা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।