সাধুর ঘর

সাধুর ঘর

সাধুর কুটির খুব দূরে নয়
সাধুর কুটিরটা এখন খুব কাছে
সাধুর কুটির যেন নিজস্ব আলয়।

পড়তি দিনের আলো আরেকটু অন্ধকার নিয়ে এলে
এখানকার মানুষগুলো হেসে উঠবে
হাসতে হাসতে বসন্ত টিলায় সারিবাঁধা রাবার গাছের ফাঁকে
একঝাঁক টিয়ে এসে বসবে।

সাধু তখন কাঁচামরিচ ছুঁড়ে দেবে
সাধু তখন কল্কি লুকাবে
সাধু তখন দারুন নিরুপায়।

শরীর থেকে একটা একটা করে রোগ বেরিয়ে যাবে ধোঁয়াটে
মন্ত্রগুলো আবারো সিদ্ধ হয়ে উঠবে
গ্রন্থগত বিদ্যেগুলো, বিজ্ঞানের মহা কারিশমাগুলো পকেটে নিয়ে
ফের শুরু হবে নীরোগ যাত্রা।

সাধুর কুটির খুব দূরে ছিল না
সাধু রোগ সারাতে দারুন পটু
সাধু গাঁজার ছিলিমে কাঁচামরিচ পুরে হাসে।

26 thoughts on “সাধুর ঘর

  1. ইন্টারেস্টিং লিখা। অভিনন্দন প্রিয় কবিবন্ধু তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অসাধারণ চিন্তাযুক্ত লিখা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. আবারো সিদ্ধ হয়ে উঠবে —- গ্রন্থগত বিদ্যেগুলো,

    বিজ্ঞানের মহা কারিশমাগুলো পকেটে নিয়ে
    ফের শুরু হবে নীরোগ যাত্রা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. সাধুর কুটির খুব দূরে ছিল না
    সাধু রোগ সারাতে দারুন পটু
    সাধু গাঁজার ছিলিমে কাঁচামরিচ পুরে হাসে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  5. বাহ দারুন তো,,,,,,,,,সাধুর ঘর

    গাঁজার অম্লসুবাস বাতাসে উড়ে,,,,,,,সতত শুভকামনা কবি

  6. গ্রন্থগত বিদ্যেগুলো, বিজ্ঞানের মহা কারিশমাগুলো পকেটে নিয়ে
    ফের শুরু হবে নীরোগ যাত্রা।

     

    * চমৎকার শব্দ বুনন… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  7. শরীর থেকে একটা একটা করে রোগ বেরিয়ে যাবে ধোঁয়াটে
    মন্ত্রগুলো আবারো সিদ্ধ হয়ে উঠবে
    গ্রন্থগত বিদ্যেগুলো, বিজ্ঞানের মহা কারিশমাগুলো পকেটে নিয়ে
    ফের শুরু হবে নীরোগ যাত্রা।

    ভিন্ন মাত্রার লিখা।ভিন্ন স্বাদ ।।

    আমার খুব ভাল লেগেছে,সালাম জানিবেন প্রিয় কবি  

  8. সুন্দর  লেখনী 

    গাঁজার কলকে  সাধুদের বড় একটা অবলম্বন মনে হয় 

    বিজয়ের শুভেচ্ছা আপু https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।