দেখেছ কি কখনো
নিজের ভেসে থাকা
নিজেরই রক্তের নদীতে।
এও এক চরম অভিজ্ঞতা
সময়ের নিষ্ঠুর খেলায়।
জীবনের সাথে জীবনের
অপ্রত্যাশিত ভয়ংকর
নিষ্ঠুর সাক্ষাৎকার।
ফিরে পেয়েছ কি
তোমার তৃষ্ণা,
তোমার চাওয়া,
খিদের জ্বালায় যে শিশুটি
আবর্জনায় এক টুকরো
রুটি খুঁজে বেড়ায়, সজল চোখে,
দিয়েছো কি তাকে রুটি?
দেখেছো কি নিজের মৃত্যু
একটু একটু করে?
অনেক সময় হল …
অনেক সময় …
হে পরিতৃপ্ত মানুষজন।।
জীবন যখন যেখানে যেমন। ভালো লিখা দেবী রিয়া।

শুভেচ্ছা বন্ধু
“দেখেছো কি নিজের মৃত্যু
একটু একটু করে?
অনেক সময় হল …
অনেক সময় ..
হে পরিতৃপ্ত মানুষজন।।”
ভালো লাগলো ভীষণ ! শুভ কামনা থাকলো কবি !
শুভেচ্ছা রইলো দাদা। অনেকদিন আপনাকে ব্লগে দেখি না।
অসম্ভব সুন্দর হয়েছে কবি রিয়া দি। আসলেই জীবন যেমন………..
শুভেচ্ছা প্রিয় কবি দি।
ফিরে পেয়েছ কি তোমার তৃষ্ণা, তোমার চাওয়া !!
ধন্যবাদ দাদা।
মুগ্ধতা প্রকাশ করলাম কবি রিয়া চক্রবর্তী।
শুভেচ্ছা কবি সুমন দা।
ভালো লিখেছেন কবি রিয়া দি।
ধন্যবাদকবি তুবা দি।
মানবিক কবিতায় মুগ্ধতা রেখে গেলাম।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
দেখেছো কি নিজের মৃত্যু
একটু একটু করে?
অনেক সময় হল …
অনেক সময় …
হে পরিতৃপ্ত মানুষজন।।
======কই কোথা্ও নাই তো?? কবি সেই “হে পরিতৃপ্ত মানুষজন।।”
তারা তো ক্ষয়ে ক্ষয়ে ধ্বংস প্রাপ্ত এখন; শূন্য বলয়ে ঘুরে যত তৃপ্তি, চা্ওয়া।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
অসামান্য বোধ ! দারুন লেগেছে কবিতার কথামালা।
শুভেচ্ছা নিন প্রিয় দিদি
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দাদা ভাই।
হে পরিতৃপ্ত মানুষ জন
অনেক বড় জিজ্ঞেস
শুভকামনা রইল দিদি
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দিদি ভাই।