জীবন যেমন

দেখেছ কি কখনো
নিজের ভেসে থাকা
নিজেরই রক্তের নদীতে।
এও এক চরম অভিজ্ঞতা

সময়ের নিষ্ঠুর খেলায়।
জীবনের সাথে জীবনের
অপ্রত্যাশিত ভয়ংকর
নিষ্ঠুর সাক্ষাৎকার।

ফিরে পেয়েছ কি
তোমার তৃষ্ণা,
তোমার চাওয়া,

খিদের জ্বালায় যে শিশুটি
আবর্জনায় এক টুকরো
রুটি খুঁজে বেড়ায়, সজল চোখে,
দিয়েছো কি তাকে রুটি?

দেখেছো কি নিজের মৃত্যু
একটু একটু করে?
অনেক সময় হল …
অনেক সময় …

হে পরিতৃপ্ত মানুষজন।।

20 thoughts on “জীবন যেমন

  1. জীবন যখন যেখানে যেমন। ভালো লিখা দেবী রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. “দেখেছো কি নিজের মৃত্যু
    একটু একটু করে?
    অনেক সময় হল …
    অনেক সময় ..
    হে পরিতৃপ্ত মানুষজন।।”

    ভালো লাগলো ভীষণ ! শুভ কামনা থাকলো কবি !

  3. অসম্ভব সুন্দর হয়েছে কবি রিয়া দি। আসলেই জীবন যেমন………..

  4. দেখেছো কি নিজের মৃত্যু
    একটু একটু করে?
    অনেক সময় হল …
    অনেক সময় …

    হে পরিতৃপ্ত মানুষজন।।

    ======কই কোথা্ও নাই তো?? কবি  সেই “হে পরিতৃপ্ত মানুষজন।।”

    তারা তো ক্ষয়ে ক্ষয়ে ধ্বংস প্রাপ্ত এখন; শূন্য বলয়ে ঘুরে যত তৃপ্তি, চা্ওয়া।

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

     

  5. দেখেছো কি নিজের মৃত্যু
    একটু একটু করে?
    অনেক সময় হল …
    অনেক সময় …

    হে পরিতৃপ্ত মানুষজন।।

     
    অসামান্য বোধ ! দারুন লেগেছে কবিতার কথামালা। 

    শুভেচ্ছা নিন প্রিয় দিদি

  6. হে পরিতৃপ্ত মানুষ জন

    অনেক  বড় জিজ্ঞেস  

    শুভকামনা রইল দিদি 

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।