জীবন আখ্যান

সারাদিন কেটে যায় শুধু সুতোর ত্যারচা গিঁট খুলতে। এপাড় ওপাড় ধোঁয়ার ভেতরে এক অলীক কল্পছবি। আসলে এই মাটির ওপরে যার যতটুকু বরাদ্দ, বুঝে নিতে হয়। বোধের একচিলতে দশ বাই দশ কুঠরিতে রোদ্দুরের খামতি হলেই ঘরও অন্ধকার, চেতনাও।

চেতনার গল্পের হরেক বিদঘুটে আঁকাবাঁকা খাঁজে বিষণ্নতা তার নিজস্ব চলনছাপ রেখে একটানা হেঁটে যায়। স্কিজোফ্রেনিয়ার উপসর্গ নিউরনের লতায় পাতায়, অন্ধিসন্ধিতে, ক্রমশঃ গেড়ে বসে অখিল মৌরসিপাট্টা। নদীর ছলাত্ ছলে কেবলই হুইসেল বাজিয়ে যায় দূর কোনো পাহাড়ি স্টেশনের অবোধ নিরক্ষর ছাগচড়ানিয়া।

কুয়াশার বিচিত্র আচরণ আছড়ে পড়ে তার বহুরূপী রঙের বাহারে। নদী থেকে বেরিয়ে আসে সরীসৃপ নাহার। তার পেটে কখনো সখনো বয়ে যায় রূপকথার নায়ক নায়িকার চিরন্তন গল্প। সেখানেই একের পর এক মঞ্চস্থ হয় কত যুদ্ধ, কত ষড়রিপু প্রজননের আঁশফল কাহিনী, কত ষড়যন্ত্র, কত প্রেমের অকাল জলসমাধি। বাকি সময়টুকু আবছা, ভাসা ভাসা স্যাঁতসেঁতে কুয়াশা, শুধুই কুয়াশা।

সুতোর ম্যাজিক বলের জট যতই ছাড়ানোর চেষ্টা হয়, ততই যেন আরও বেশি করে কামড়ে ধরে, জাপটে আঁকড়ে ধরে বহুগুণা অতীতের লাল টালির ছাদ, সামনের সবুজ টেনিস লন, মোরামের ওপরে নড়বড়ে সাইকেল চলে যাওয়ার ব্যর্থ কিছু উপাখ্যান। সুতো ছাড়াতে ছাড়াতে দু প্রান্তে অবোধ্য সময়ে কখন যেন তৈরি হয়ে যায় দুই প্রকাণ্ড বল।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

1 thought on “জীবন আখ্যান

  1. বোধের একচিলতে দশ বাই দশ কুঠরিতে রোদ্দুরের খামতি হলেই ঘরও অন্ধকার, চেতনাও। সুতো ছাড়াতে ছাড়াতে দু প্রান্তে অবোধ্য সময়ে যেন তৈরি হয়ে যায় দুই প্রকাণ্ড বল।

    দারুণ ভাবে চিত্রায়িত হয়েছে সৌমিত্র। শুভ সকাল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।