১.
আমরা হবো সদাচারী,
আমরা হবো মর্যাদার অধিকারী।
২.
হবো একজন কল্যাণকামী,
আশা করি, হও তুমি।
বানান যেন অন্তর্যামী।
৩.
নামায শ্রেষ্ঠ এবাদত,
আদায় করলে পাবো প্রভুর রহমত।
2 thoughts on “সুবচন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
১.
আমরা হবো সদাচারী,
আমরা হবো মর্যাদার অধিকারী।
২.
হবো একজন কল্যাণকামী,
আশা করি, হও তুমি।
বানান যেন অন্তর্যামী।
৩.
নামায শ্রেষ্ঠ এবাদত,
আদায় করলে পাবো প্রভুর রহমত।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নামায শ্রেষ্ঠ এবাদত। পরম করুণাময় আল্লাহতাআলা পরম দয়ালু ক্ষমাশীল।
সালাম জেনো প্রিয় বন্ধু।
ওয়াআলায়কুম সালাম।