সুবচন

১.
আমরা হবো সদাচারী,
আমরা হবো মর্যাদার অধিকারী।
২.
হবো একজন কল্যাণকামী,
আশা করি, হও তুমি।
বানান যেন অন্তর্যামী।
৩.
নামায শ্রেষ্ঠ এবাদত,
আদায় করলে পাবো প্রভুর রহমত।

2 thoughts on “সুবচন

  1. নামায শ্রেষ্ঠ এবাদত। পরম করুণাময় আল্লাহতাআলা পরম দয়ালু ক্ষমাশীল।
    সালাম জেনো প্রিয় বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।