আমার যেনো কী হয়েছে

আমার যেনো কী হয়েছে!
দেহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছি দীর্ঘদিন
খাওয়া কিংবা শোয়া সবকিছুই মিছেমিছি হচ্ছে এখন
নিজেকে দেখলে ভীষণ কষ্ট হয় বলে আয়নার সামনে যাই না
একই বৃত্তে ঘুরছি অজ্ঞাত কারণ।

আজকাল চোখে অশ্রু আসে না আগের মতন
এই হাতে বাবাকে মাটিতে রেখে এসেছি
মাকেও রেখে এসেছি দীর্ঘ আট বছর হলো
সত্যি বলছি, তারপর থেকে আমি কাঁদতে ভুলে গেছি।
এই আমি নিজেকে বিচ্ছিন্ন রেখেছি দীর্ঘদিন।

1 thought on “আমার যেনো কী হয়েছে

  1. খুব খুব ভালো থাকুন প্রিয় কবি। :) শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।