একটি আধুনিক গান

তুমি কি জানো আমিও কেঁদেছি ধূপ জ্বালাবার রাতে
একটি চাঁদ একাকী হেঁটেছে আমাদের সাথে সাথে।।

* বৃষ্টি এসে ধুয়ে নিয়ে গেছে কতগুলো পদছাপ
একটি জোনাকি এঁকে রেখেছে মেঘেদের সন্তাপ
পাতায় পাতায় বনেদি সবুজ
নেমেছে সঙ্গ দিতে।।

* জমে থাকা ব্যথা উঁকি দিয়েছে গুহার জানালা খুলে
রাতের পাখিরা তাকিয়েছে শুধু গন্তব্য ভুলে ভুলে
জোয়ার শেষে ঢেউ জেগে থাকে
যে মনের নদীতে।।

_________________
@ নিউইয়র্ক / ৫ মে ২০১৭

1 thought on “একটি আধুনিক গান

  1. বেশ অনেক দিন পর আপনার গীতিকাব্য পড়লাম প্রিয় ইলিয়াস ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।