ভালোবাসার কাব্য – চার

শিপ্রা,
তোমার দেহে এখন
মহেঞ্জোদাঁড়ো আর হরপ্পার
বিলুপ্ত সভ্যতা!

শিপ্রা,
তোমার দেহে এখন
সন্ধ্যার ঘুলঘুলি অন্ধকারে
শুধু বয়স্ক বয়স খেলা করে!

তবুও নারী, তোমার দেহ
পৃথিবীর শ্রেষ্ঠ স্থাপত্য।

1 thought on “ভালোবাসার কাব্য – চার

  1. বেশ সুশ্রী লিখা। চলুক এই ধারাবাহিকতা। ধন্যবাদ মি. মোঃ সফি উদ্দীন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।