রিপুতে ডুব

রাত গভীর হতেই কামগন্ধা নাভিমূল;
আমি নামতে থাকি কুয়ো বেয়ে,
বাঁদুরের চিমসানো গন্ধে দূষণ
শরীর ও মন,
ডুব দিয়ে উঠতেই
মাথায় দ্রিম দ্রিম প্রেম মাদল
ধ্যাত!
বারোটা বাজলো নেশার;

আধভাংগা নেশায় বিবেক চিরুনি চুলকানি দিতেই
অপ্রকৃতিস্থ হাসির বিষম খাই
বড্ড দিরং হয়ে গেছে রে বিবেক ভাই;
ঠুঁটো প্রেমের বলিতে এখন রিপুর মধুরাত
চলো কামবাসে আমার সাথ,
যাবে না?
তবে বুকে কান পেতে শুনে যাও
উথাল-পাথাল ঝড়ের শব্দ,
আর ছলনার হো হো ব্যঙ্গ;
ঐ যাহ্‌!
আবার ঢেঁক উঠছে নেশার;
চল আরেকবার কুয়োতে সাঁতরাই
রিপুতে ডুব দিয়ে।

সকালে না হয় বিবেক উদয়ে
ডুব দেব সাগরে
পূত পবিত্র হতে;

লবণ কি পাপ ধুয়ে দেয়?
অশ্রু কেনার সামর্থ্য নেই আমার।

3 thoughts on “রিপুতে ডুব

  1. কী অসাধারণ ভাবে লিখায় জীবন অধ্যায়ের বিষয়টি তুলে এনেছেন।
    আপনার লিখা পড়লে মনে হয় … আপনি জানেন অথচ আমার প্রকাশ ভঙ্গী নেই।

    শুভ সকাল প্রিয় নির্বাসনের মানুষ।

    1. হা হা হা হা

      আরে কিছুই জানি না রে ভাই
      শুধু শব্দ দূষণ করে যাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।