শিপ্রা,
তোমার দেহে এখন
মহেঞ্জোদাঁড়ো আর হরপ্পার
বিলুপ্ত সভ্যতা!
শিপ্রা,
তোমার দেহে এখন
সন্ধ্যার ঘুলঘুলি অন্ধকারে
শুধু বয়স্ক বয়স খেলা করে!
তবুও নারী, তোমার দেহ
পৃথিবীর শ্রেষ্ঠ স্থাপত্য।
শিপ্রা,
তোমার দেহে এখন
মহেঞ্জোদাঁড়ো আর হরপ্পার
বিলুপ্ত সভ্যতা!
শিপ্রা,
তোমার দেহে এখন
সন্ধ্যার ঘুলঘুলি অন্ধকারে
শুধু বয়স্ক বয়স খেলা করে!
তবুও নারী, তোমার দেহ
পৃথিবীর শ্রেষ্ঠ স্থাপত্য।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ সুশ্রী লিখা। চলুক এই ধারাবাহিকতা। ধন্যবাদ মি. মোঃ সফি উদ্দীন।