যেদিন বাবা চলে গেলেন

যেদিন বাবা চলে গেলেন

‘বাবা’ এই শব্দটার সাথে শত প্রানের আশা
আর ভালবাসার গল্প জড়িয়ে থাকে
ভালো মানুষ বলতে আজও বাবাকে বুঝে থাকি
যেমন ভালো নারী বলতে বুঝে থাকি আমার মা

একসময় মনে হয়েছিল বাবাদের কখনও মৃত্যু হয় না
তারা সন্তানের সঙ্গে হাটেন, গল্প করেন
একসঙ্গে খান আর আমাদেরকে শান্তি ও স্বস্তি দেন
কিন্তু যেদিন তিনি ঘর ছেড়ে চলে গেলেন শুধুমাত্র
একটা দীর্ঘনিঃশ্বাসের ছায়া ফেলে সেদিন মাকে দেখে
মনে হয়েছিল তিনি বুঝি আর কোনদিন হাসবেন না।

মাকে দেখে বাবার মৃত্যুর ক্ষতটা সারিয়ে উঠছি মাত্র
ভেবেছিলাম আর কেউ না থাক আমারতো মা আছে
তারপর হঠাৎ করে একবিকেলে তিনিও চলে গেলেন।

আমার এখন কে আছে?
কেউ নেই, কেউ নেই
নীরব শূন্য পৃথিবীতে একা একটা জীবন বাঁচে।

1 thought on “যেদিন বাবা চলে গেলেন

  1. ট্রাজেডি কর। মনটা হুহু করে উঠলো। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।