সমুদ্রদাঙ্গা
ক্ষুধার্ত হরিণ হত্যা করে খায় নিজ শাবকের মাংস,
রাক্ষুসি ঝড় উড়িয়ে নেয় দরিদ্র মানুষের চালা, এমন
ঘটনা আমাদের অজানা নয়। এমন কি ক্ষুধার্ত মানুষ
খাবারের জন্য দাঙ্গা বাধায় সমুদ্রে, তা ও আজকাল
সংবাদ শিরোনাম। মা হত্যা করেছেন নিজ সন্তান, স্বামী
অর্থের জন্য বিক্রি করে দিয়েছে স্ত্রী- আর পুত্রের হাতে
নাজেহাল হয়েছেন পিতা, এসব জানতে জানতেই
মাটি একদিন প্রশ্ন করবে মানুষকে-
আর কতটা অসভ্য হলে তোমরা পাল্টে ফেলবে
তোমাদের পরিচয়? আর কতটা হিংস্র হলে শূকর
লজ্জা পাবে তোমাদের কাছে?
কবিতার জন্য অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।