মন মোহনায় – ২

মন খুঁজে যায় মনের রতন
মন করে তাই পাওয়া যতন
মিলন সুর তাই গাইছে মন
বন্ধু সে যে আমার আপনজন।

2 thoughts on “মন মোহনায় – ২

  1. মন মোহনায় এর প্রথম কাব্য পড়ার সুযোগ হয়েছিলো।
    তারই ধারাবাহিকতায় এই পর্বটিও সুন্দর। পড়লাম প্রিয় কবি। শুভ সন্ধ্যা। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।