মন খুঁজে যায় মনের রতন
মন করে তাই পাওয়া যতন
মিলন সুর তাই গাইছে মন
বন্ধু সে যে আমার আপনজন।
2 thoughts on “মন মোহনায় – ২”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মন খুঁজে যায় মনের রতন
মন করে তাই পাওয়া যতন
মিলন সুর তাই গাইছে মন
বন্ধু সে যে আমার আপনজন।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মন মোহনায় এর প্রথম কাব্য পড়ার সুযোগ হয়েছিলো।
তারই ধারাবাহিকতায় এই পর্বটিও সুন্দর। পড়লাম প্রিয় কবি। শুভ সন্ধ্যা।
ধন্যবাদ