প্রশ্ন!

আসুন গল্প করি, আমাদের পৃথিবীর গল্প।
অস্ত যাওয়া সূর্যের গল্প এখানে অচল,
সচল কেবল নারী নামে এক মুদ্রা!

আসুন গল্প করি, আমাদের সমাজের গল্প।
যেখানে পাঠ দান হয় না, চড়া দামে বিক্রি হয়,
তাও সেটা “নগ্নতাই সভ্যতা” বাক্যের সম্প্রসারিত ভাবের চেয়ে বেশী নয়!

আসুন গল্প করি, আমাদের শিল্পের গল্প।
যেখানে, যুদ্ধ হলো পদ্য, হিজড়া বনে যাওয়া হলো গদ্য,
চটি সাহিত্য হিসেবে “গনতন্ত্র” এর নামই কেবল লোকমুখে শুনা যায়!

আসুন গল্প করি, আমাদের ধর্মের গল্প।
যে গল্পের শেষ করতে কেবল মৃত্যুই বাধা,
আচ্ছা, আমার মত আপনিও কি অমর?

2 thoughts on “প্রশ্ন!

  1. না। আমরা কেউই অমর নই। আসুন গল্প করি, আমাদের জীবনের গল্প। গুড। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।