মা-দিবসে

মায়ের জন্য রাখা একটি দিনই
আদিখ্যেতায় এটা ওটা কিনি
অন্য যে সব দিন গড়িয়ে যায়
সে সব দিনে আমরা সবাই
মাকে কি ঠিক চিনি!

খোঁজ কি রাখি মা কি চায়
মায়ের হৃদয় কোথায় হারায়
কিসের লাগি কাঁদে মায়ের মন
সময় কোথায় এসব জানার
অফিস পার্টি ঘর সংসার নিয়ে
আমরা থাকি ব্যস্ত সারাক্ষণ।

লোক দেখানো মা দিবসে
হয় না দেয়া মায়ের সঠিক মান
মা যদি-রে প্রাণে থাকে
যদি থাকে হৃদয় বাঁকে
ব্যস্ত সময় একটু যদি
করিস মাকে দান
তবেই সবে নিজ হৃদয়ে
পাবি মায়ের স্নেহ এবং
ভালবাসার ঘ্রাণ…

1 thought on “মা-দিবসে

  1. লোক দেখানো মা দিবসে
    হয় না দেয়া মায়ের সঠিক মান
    মা যদি-রে প্রাণে থাকে
    যদি থাকে হৃদয় বাঁকে
    ব্যস্ত সময় একটু যদি
    করিস মাকে দান।

মন্তব্য প্রধান বন্ধ আছে।