অনেক হল মোমবাতি প্রজ্বলন, অনেক বেলুন উড়ে গেছে দূরে নিশানাহীন আর নয় দ্রোহে মাখন লেপন। এবার সংগ্রামে শুরু হোক কঠোরতার দিন। দূর হোক নিকষ অন্ধকারের রাজনীতি, বন্ধ হোক প্রহসনের বুলি আশ্বাস। প্রজ্ব্বলিত হোক সত্যের মশাল। নয় দাবি নয় অপেক্ষার চাদর বোনা, অনেক হল মোমবাতি প্রজ্বলনায়ের দাবির মিছিলে। এবার রুখো।
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
দ্রোহ এবং বিদ্রোহের অনিয়ম ভাঙ্গার এই ডাক কোন নতুন নয়মে নয় বরং সহজাত হোক আমাদের সত্ত্বায় !
জয় হোক নিয়মের অনিয়ম ভাঙ্গার এই উদাত্ত আহবানের !
প্রজ্ব্বলিত হোক সত্যের মশাল। স্বাগতম মি. আনিসুর রহমান।
শান্তি চাই ।আপনার মত
সাহস দ্বিগুন হলো মি. খালিদ মোশারফ। গুড।
“নয় দাবি নয় অপেক্ষার চাদর বোনা, অনেক হল মোমবাতি প্রজ্বলনায়ের দাবির মিছিলে। এবার রুখো।”
সময়ের সাহসী উচ্চারণ ‘এবার রুখো’।


ধন্যবাদ প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। শুভদিন।