প্রণয়ের তল্লাশি

প্রণয়ের তল্লাশি

পড়ন্ত রোদের ছুঁয়ায় বসন্তের হওয়া
অরিরাম চলছে-
ফাল্গুনের ফুল ফুটানোর শুধু আহবান!
তবুও নিস্তবদ্ধতা
সারা অঙ্গে যমুনার ঢেউ বয়ছে ঠিক যখনী
প্রণয় নামে তুমি- হ্রদের ঘর তছনছ করলে-
বলো কি সুখ পেলে ?

প্রতিহিংসার খড়া ভুমিতে টয়লেট তল্লাশি
করা হবে
তখন খুব কষ্ট পাবে স্মৃতিময় তলপেটে
এতটুকু জ্বলবে
ভাবছো তাই সময়টা কই ? দূর আকাশের হাতছানি-
না -না বসন্ত ফাল্গুন্ এখানেই চলবে
প্রণয়ের তল্লাশি
হোক না ক্ষত বিক্ষত তোমার আমার তাতে কি ?
সুখের পায়রা বনহাসের দল
ঘর জঙ্গলে পোষী।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “প্রণয়ের তল্লাশি

  1. শুভেচ্ছা প্রিয় কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. ** শুভ কামনা প্রিয় কবি…

মন্তব্য প্রধান বন্ধ আছে।